নিজস্ব সংবাদদাতা: জীবনের বন্ধ দরজার তালা খুলতে আসছে চাবিওয়ালা 'ভবেন'। কিন্তু 'ভবেন'-এর জীবনের চাবির কী হবে? এই গল্পই বলছেন পরিচালক রাজা ঘোষ। তাঁর পরিচালিত ছবি 'চাবিওয়ালা'র নাম ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা কৌশিক কর-কে। বিপরীতে রয়েছেন অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়। এই ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, শুভাশীষ মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং শঙ্কর দেবনাথ। জটিলতা কাটিয়ে অবশেষে বড়পর্দায় মুক্তি পেল এই ছবি।
ছবির গল্পে গ্রাম থেকে হারিয়ে যাওয়া প্রেমিকার সন্ধানে শহরে আসে চাবিওয়ালা 'ভবেন'। কংক্রিটের শহরে আলাপ হয় কিছু মানুষের সঙ্গে। যাঁদের জীবনের চাবিকাঠি নতুন ভাবে খুঁজে দেয় সে। কিন্তু প্রেমিকার সঙ্গে দেখা হবে কি তাঁর? মর্যাদা পাবে কি তাঁদের প্রেম? এই গল্পই ফুটে উঠবে ছবিতে। 'ভবেন'-এর প্রেমিকার চরিত্রে দেখা যাবে অমৃতাকে।
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল-এ দেখানো হয়েছিল ছবিটি। ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল-এও গিয়েছে ছবিটি। লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-এর জন্য মনোনীতও হয়েছে। এছাড়াও আরও ৩০টি ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরেছে ছবিটি, পেয়েছে অ্যাওয়ার্ডও।
৬ জুন পিপারপট পিক্সেল, হোয়াইট আউল এন্টারটেনমেন্টের প্রযোজনায় এবং ধাগা প্রোডাকশনের সহ প্রযোজনায় বড়পর্দায় মুক্তি পেল 'চাবিওয়ালা'। ইতিমধ্যেই দর্শক মহলে প্রশংসিত হচ্ছে অমৃতা-কৌশিকের জুটি।
